শেয়ারড হোস্টিং সম্পর্কে বিস্তারিত

ব্যবসায়ের জন্য কম খরচে ওয়েবসাইট তৈরী করার জন্য শেয়ারড হোস্টিং একটি উত্তম পদ্ধতি। এটি সাধারণত বড় ধরনের ট্রাফিকের জন্য যথেষ্ট নয়। তবে এটা আপনাকে যথেষ্ট পরিমাণ ডিস্ক স্পেস, ডাটা ট্রান্সফার, ইমেল একাউন্ট ইত্যাদির সুবিধা দেবে। শেয়ারড হোস্টিং এ আপনার ওয়েবসাইট ও ইমেইল একাউন্ট গুলো এমন একটি সার্ভার থেকে সরবরাহ করা হবে যেখান থেকে অন্য হাজার হাজার ব্যবহারকারীদের জন্যও ওয়েবসাইট সরবরাহ করা হয়। সেক্ষেত্রে আপনি যদি সাইটে কুয়োটা ব্যবহার করেন তবে আপনি সাইট চালাতে পারবেন না। পেইড হোস্টিং গুলোর মধ্যে, শেয়ারড হোস্টিং এ সবচেয়ে কম খরচে যথেষ্ট সুযোগ সুবিধা থাকার কারণে ব্যবসায়ীদের কাছে এটি বেশ জনপ্রিয়। স্বল্প মূল্য এবং ক্রেতার চাহিদা থাকার কারনে অধিকাংশ কোম্পানী শেয়ারড হোস্টিং দিয়ে থাকে কিন্তু নিদির্ষ্ট করে কখনোই তাদের সীমা বলে না। যার জন্য বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় কদিন পর সাইট ডাউন হয়ে গেছে। তাই শেয়ারড হোস্টিং ক্রয় করার পূর্বে আপনার সীমাবদ্ধতা গুলো সম্পর্কে ভালভাবে জেনে নিন। শেয়ারড হোস্টিং জগতে একটি জনপ্রিয় প্রতিষ্ঠান হল Hostholder.com। যেটি অনেক আগে থেকেই সুনামের সাথে শেয়ারড হোস্টিং সরবরাহ করে আসছে ডাউন বা ক্রাশ ছাড়াই।

Was this answer helpful?

Related Articles

What is shared hosting?

Shared hosting is a less expensive way for businesses to make a Web presence, it is usually not...

ডেডিকেটেড সার্ভার এর সুবিধা

বর্তমান হোস্টিং এ শেয়ারড, ডেডিকেটেড ও VPS সার্ভারের ব্যবহার বেশী দেখা যায়। তবে এদের মধ্যে উচ্চ...

ফ্রি ওয়েব হোস্টিং

সাধারণত যখন একটি হোস্টিং কোম্পানী তার সার্ভারে ফ্রী জায়গা প্রদান করে তখন তাকে ফ্রি ওয়েব হোস্টিং...

হোম সার্ভার এর প্রকারভেদ:

হোম সার্ভার প্রধাণত দুই প্রকার- ১. উন্ডোজ হোম সার্ভার: উন্ডোজ হোম সার্ভার এমন একটি সার্ভার যেটি...

হাই ট্রাফিক এর জন্য ক্লাউড হোস্টিং এর সুবিধা

ক্লাউড হোস্টিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইট টি হাজারও সার্ভারের সাথে যুক্ত...